ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাত্রলীগের উপহার সামগ্রী বিতরণ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ২১:৪১
ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে ছাত্রলীগের উপহার সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।


১৫ মার্চ, শুক্রবার বিকালে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।


উপহার সামগ্রীতে ছিল ১লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা বুট এবং ১ কেজি মুড়ি।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান বাবু, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর মওলা ফারানি ও ১নং মজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রাবণ ইসলাম প্রমুখ।


বিবার্তা/নিয়ামুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com