
হাতিরপুলের রাজ কমপ্লেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
১৪ মার্চ, বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটে আড়াই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এবং নৌবাহিনীর টিমের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ছুটে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এসময় ভবনটিতে আটকা পড়া চারজনকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ভবনটিতে কোনো জানালা না থাকায় দেওয়াল ভাঙ্গতে হয়েছে। সেটি কার্পেটের গোডাউন ছিল। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুনের কারণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]