
রাজধানীর হাতিরপুলে আগুন লাগা ৬তলা রাজ কমপ্লেক্স ভবনে ছিল কার্পেট এবং কাপড়ের গোডাউন। ফলে এখন পর্যন্ত থেমে থেমে আগুনের সাথে ধোঁয়ার তীব্রতা দেখা যাচ্ছে।
১৪ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে যুক্ত হয়েছে নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের ২টি ইউনিট।
স্থানীয়রা জানায়, ভবনটির ভেতরে ছিল কার্পেট ও কাপড়ের গোডাউন। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ ভবন সংশ্লিষ্টরা। এ নিয়ে ভবনটির নিরাপত্তা প্রহরীসহ বেশ কয়েকজনের কাছে জানতে চাইলেও তারা এড়িয়ে যান।
অপরদিকে আগুন কিছুটা কমে যাওয়ার পর ভবনের ভেতরে প্রবেশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের বেশ কয়েকটি দল। অক্সিজেন মাস্ক ও বিশেষায়িত পোশাক পরে ধোঁয়ার ভেতরে প্রবেশ করেন তারা। এর মাঝে বেশ কয়েক বস্তা বালুও ভেতরে প্রবেশ করানো হয়েছে। মূলত, আগুনের পরিমাণ কমিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য এসব বালু ব্যবহারের জন্য ভেতরে প্রবেশ করানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]