শিরোনাম
ভোলায় ৩ হাজার কেজি মিশ্র মাছ আটক
প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ১১:২৮
ভোলায় ৩ হাজার কেজি মিশ্র মাছ আটক
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলা সদর উপজেলার ইলিশা এলাকার মেঘনায় ঢাকাগামী একটি লঞ্চ থেকে তিন হাজার কেজি বাটা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার সন্ধ্যায় এমভি সম্পদ নামক লঞ্চ থেকে এসব মাছ আটক করা হয়।  

 

এর আগে, তেতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ছয় জেলেকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল।

 

কোস্টগার্ডের পেটি অফিসার জসিমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনায় ঢাকাগামী লঞ্চে অভিযান চালানো হয়। এসময় ১৮টি ঝুড়ির মধ্যে বাটা, চিংড়ি, পোয়া ইত্যাদি মাছ আটক করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

তিনি আরো বলেন, এর আগে বিকেলে তেতুলিয়া নদীর ভেলুমিয়া পয়েন্টে অভিযান চালায় মৎস্য বিভাগ। এসময় নদীতে মাছ শিকারের দায়ে আব্দুল গনি (৬০), তোফায়েল (১৯), মোতাহার (৬০), আলমগির (২৮), রুবেল (২৪) ও জামালকে (৫০) আটক করা হয়। পরে নির্বাহী মেজিস্ট্রেট আব্দুল মান্নানের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। আগুনে পুড়িয়ে ফেলা হয় উদ্ধার করা কারেন্ট জাল।

 

উল্লেখ্য, মার্চ-এপ্রিল এই দুই মাস জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশের অভায়শ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মৎস্য শিকার, পরিবহন, মজুদ, বিক্রি, প্রদর্শন না করার জন্য বলা হয়েছে। এছাড়া নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা (ছোট ইলিশ) ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।

 

বিবার্তা/আছিয়া/নিশি  

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com