শিরোনাম
কলাপাড়ায় বিশ্ব পানি দিবস উদযাপন
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ২১:৪৮
কলাপাড়ায় বিশ্ব পানি দিবস উদযাপন
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘নদ-নদী, খাল-বিলে দূষণ চলে যায়, জনগণের দু:খ তাতে বাড়বে নিরবধি’ এই স্লোগানে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পানি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে পৃথিবীর অষ্টম এবং এশিয়ার প্রথম পানি যাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়।


বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে সভায় আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম সবুজ, প্রোগ্রাম অফিসার উম্মে আসমা, উপকূলীয় জনকল্যাণ সংস্থার সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য লাইলী বেগম, লিপি মিত্র প্রমুখ বক্তব্য দেন।


এদিকে বিশ্ব পানি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে এক সভায় কলাপাড়ার ইউএনও এবিএম সাদিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মসিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ বক্তব্য দেন।


বিবার্তা/উত্তম/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com