শিরোনাম
মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ১০৫ জনের
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ২০:৫৯
মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা ১০৫ জনের
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহী মহানগরীর ১০৫ জন মাদক ব্যবসায়ী তাদের মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার বিকেলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক অনুষ্ঠানে তারা মাদক ব্যবসা পরিত্যাগ করে সুন্দর জীবনযাপনের অঙ্গীকার করেন।


নগরীর শাহমখদুম থানা চত্বরে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন ও সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আরএমপির উপ-কমিশনার (পূর্ব) আমির জাফর।


এ ছাড়াও অনুষ্ঠানে আরএমপির উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী, একেএম তৌহিদুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম, মতিহার জোনের সিনিয়র সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায়, শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরএমপি কমিশনার মাদক ব্যবসা পরিত্যাগকারীদের শপথবাক্য পাঠ করান। পরে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নগদ টাকা, সেলাইমেশিন ও ভ্যানগাড়ি দিয়ে পুনর্বাসিত করা হয়।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com