
জাতীয় পতাকার প্রতি অসম্মানের অভিযোগ উঠেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেনের বিরুদ্ধে।
৭ মার্চ নগরীর সিটি হাটে অবস্থিত নেসকো রাজশাহী পিএলসি বিমানবন্দর বিভাগে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ছবিটিতে দেখা যাচ্ছে এক পাশে নির্বাহী প্রকৌশলী (অতি.) মো. জাহাঙ্গীর আলম দুই হাত দিয়ে পতাকার দড়ি ধরে আছেন অন্য পাশে উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বাম হাত পকেটে দিয়ে পতাকা উত্তোলনে সহযোগিতা করছেন। পতাকার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শন না করে হাত পকেটে দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অফিসটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ সচেতন মহল।
ঐতিহাসিক ৭ মার্চে সরকারিভাবে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদর্শনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ছিল বাধ্যতামূলক। ওইদিন সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর রাজশাহী পিএলসি বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখা অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেনসহ অফিসটির কর্মকর্তা, কর্মচারি ও আনসার সদস্যরা।
ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির মুক্তির পথ ও ঠিকানা খোঁজার স্মরণীয় দিন; জাতীয়তা ও স্বাধিকারবোধে উদ্দীপ্ত বাঙালির ইতিহাসের এক অনন্যসাধারণ দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এই দিনে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন আজও এর তাৎপর্য জাতীয় জীবনে গভীরভাবে অনুভূত হয়।
এই দিনে জাতীয় পতাকার অসম্মান আইনবিরোধী বলে মনে করেন সচেতন সমাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই দফতরের কর্মচারীরা বলেন, পতাকা উত্তোলনের সময় পকেটে হাত দিয়ে অফিস প্রধানের সাথে ও অফিসের আরো কর্মকর্তা-কর্মচারি-আনসার সদস্যদের সামনে জাতীয় পতাকা অসম্মানের সাহস সবাইকে হতবাক করেছে। বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী মো. মনোয়ার হোসেন বিবার্তাকে বলেন, পকেটে হাত ভরে ছবি তোলার বিষয়টি আমার মনে পড়ছে না। পরে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন তিনি।
এ ব্যাপারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. জাকির হোসেন বিবার্তাকে বলেন, পতাকা উত্তোলন করবে দফতর প্রধান, মনোয়ার হোসেন মোস্ট জুনিয়র অফিসার। কোনো আইনে পতাকা উত্তোলনের দায়িত্বে সে পড়ে না। অফিস প্রধানের সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় সম্মান প্রদর্শন না করে যদি মর্যাদা ক্ষুণ্ন করা হয়- তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নলেজে যাবে। এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ বিমানবন্দর শাখার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিবার্তাকে বলেন, আমি পতাকা কাকে নিয়ে উত্তোলন করব সেটি আমার ব্যাপার। কে কি বললো সেটা আমার দেখার বিষয় না। এছাড়া ছবিটি আমি না দেখে কোন মন্তব্য করতে পারব না। এমনটাও হতে পারে ছবিটি এডিট করা। আপনার নিউজ করার করেন।
বিবার্তা/মোস্তাফিজুর/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]