
ময়মনসিংহ নগরে দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
৮ মার্চ, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশন রোড় মোড়ে মেসার্স আল মদিনা মেট্রেস ও কামাল মেট্রেস নামে দুটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পলিচালক মো. মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে লেপ, তোশক ও বালিশ তৈরি করে বিক্রি করা হতো। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিপুল সংখ্যক উৎসুক জনতা ঘটনাস্থলে এসে জড়ো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]