
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকে, কারিতাস সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
৮ মার্চ, শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
এসময় তিনি বলেন, নারী পুরুষের সম অধিকার নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের মনে রাখতে হবে, নারীর জন্য যে বিনিয়োগ সেটা দেশ ও জাতির জন্য বিনিয়োগ। আমাদের অর্থনীতিতে নারীদের বিশাল অবদান রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, সাংবাদিক পলাশ সাহা, নারী নেত্রী লুদিয়া রুমা সাংমা প্রমুখ।
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]