
শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে।
৭ মার্চ, বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে দশটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. আশরাফুল কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক-সাহিত্য সংগঠনের নেতারা।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. আশরাফুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল ও সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
বিবার্তা/জাহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]