
জামালপুরে ট্রেনে ডাকাতির সময় অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
৭ মার্চ, বৃহস্পতিবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত পাঁচ অপরাধী হলেন-জীবন, রাকিব, সোহেল, শিপন ও রনি। এদের মধ্যে রনি পলাতক রয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল করিম ছোটন জানান, গত ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে একটি লোকাল ট্রেনে ডাকাতিকালে সবকিছু ছিনিয়ে নিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেন থেকে ফেলে দেয় অভিযুক্তরা।
ওই ঘটনায় একই বছরের ১৩ মে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এএসআই মীর মজনু। পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আটজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে পাঁচ আসামির মধ্যে চারজনের উপস্থিতিতে তাদের সকলকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন স্পেশাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু তাহের। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলেও জানান আইনজীবী নুরুল করিম ছোটন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]