শিরোনাম
কুড়িগ্রামে ৮ দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোৎসব
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৬:১৯
কুড়িগ্রামে ৮ দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোৎসব
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম এর উদ্যোগে ৮ দিনব্যাপী সৈয়দ শামসুল হক নাট্যোৎসব আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম পৌর মিলনায়তনে নাট্যোৎসবের উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ।


উৎসব উপলক্ষে বুধবার দুপুরে নাট্যকর্মীদেরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ শামসুল হকের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণকরে।


জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, কবি পত্নী কথা শিল্পী আনোয়ারা সৈয়দ হক, পৌর মেয়র আব্দুল জলিল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, গ্রুপ থিয়েটার ফেডারেশান এর সেক্রেটারী জেনারেল আক্তারুজ্জামান, নাট্যব্যক্তিত্ব গোলাম সারোয়ার প্রমুখ।


উৎসবের প্রথম দিনে আজ প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় বহ্নি বিসর্জন ব-দ্বীপ নাটকটি পরিবেশন করবে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।


নাট্যোৎসবে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণী নাট্যো চর্চা কেন্দ্রসহ সারাদেশের ৮টি নাট্যো দল অংশ নেবে।


বিবার্তা/সৌরভ/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com