সুন্দরবন পরিদর্শন করেছেন এনডিসি'র ২৭ সদস্যের প্রতিনিধি দল
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১৭:৪৪
সুন্দরবন পরিদর্শন করেছেন এনডিসি'র ২৭ সদস্যের প্রতিনিধি দল
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবন পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)'র ২৭ সদস্যের প্রতিনিধি দল।


৫ মার্চ, মঙ্গলবার সকালে ওই প্রতিনিধি দলের সদস্যরা সুন্দরবনের করমজল গিয়ে পৌঁছান। এর পর সোয়া ১১ টা থেকে পৌনে ১ টা পর্যন্ত তারা বনের করমজল অবস্থান করেন।


এসময় শ্রীলংকা, ভারত, সৌদি আরব, কুয়েত, নাইজেরিয়া, মালিসহ ৮টি বিদেশি সদস্যরাও এ প্রতিনিধি দলে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা বনের একটি অভয়াশ্রম ও দেশের একমাত্র লবণ পানির কুমির প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন।


সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, ন্যাশনাল ডিফেন্স কলেজের ২৭ সদস্যের প্রতিনিধি দলে ৮জন বিদেশিসহ করমজল পরিদর্শন করেছেন। এসময় মেজর জেনারেল মোর্শেদ এ দলের নেতৃত্বদেন। তারা সুন্দরবনের অভয়াশ্রম ও কুমির প্রজনন কেন্দ্র দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে ডিফেন্স কলেজের প্রতিনিধিগণ বন বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন।


বিবার্তা/জাহিদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com