বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত
সাংবাদিক বৃষ্টি খাতুনের লাশ ফিরে পেতে কুষ্টিয়ায় মানববন্ধন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১৫:০৫
সাংবাদিক বৃষ্টি খাতুনের লাশ ফিরে পেতে কুষ্টিয়ায় মানববন্ধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের লাশ ফিরে পেতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও নাগরিক সমাজ।


৫ মার্চ, মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি শেখ হাসান বেলাল, নাগরিক সমাজ কুষ্টিয়ার আহ্বায়ক আমিরুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।


ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, বৃষ্টি খাতুনের এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন, স্কুল ও কলেজের সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ও পিতা-মাতা এবং এলাকাবাসী বক্তব্যে পরিষ্কার হয়েছে যে বৃষ্টি খাতুন একজন মুসলিম পরিবারের সন্তান।


এরপরেও বৃষ্টি খাতুনের লাশ নিয়ে যে তামাশা শুরু হয়েছে তার লাশ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। বৃষ্টির লাশ ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন বক্তারা।


মানববন্ধনে সর্বস্তরের সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হয় সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুন। তার পরিচয় জটিলতায় নিথর মরদেহটি এখনো পড়ে আছে হাসপাতালের হিম ঘরে।


ডিএনএ টেস্টের পরেই লাশ হস্তান্তর করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত বৃষ্টি খাতুন কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামের শাবলুল আলম সবুজের বড় মেয়ে।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com