শিরোনাম
কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা: ১ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১৫:০৯
কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা: ১ জনের যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় আলতাফ হোসেন নামে এক পান ব্যবসায়ীকে হত্যা মামলায় রাজু নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরো ১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।


বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় প্রদান করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।


কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৩ সালের ৯ এপ্রিল সকালে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার বাকচুয়া গ্রামের পান ব্যবসায়ী আলতাফ হোসেন বিত্তিপাড়া হাটে পান ক্রয়-বিক্রয়ের জন্য বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে একই গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে রাজু তাকে ধারাল ছোরা দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আলতাফ হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা রাজুকে আটক করে পুলিশে দেয়।


পরের দিন নিহতের স্ত্রী শেফালী খাতুন বাদী হয়ে রাজুকে আসামি করে ইবি থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।


বিবার্তা/শরীফুল/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com