
নাটোরের সিংড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তৃশা রানী (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৪ মার্চ, সোমবার সকাল ৮টায় নাটোর-বগুড়া মহাসড়কের বালুভরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলে ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত তৃশা রানী নাটোরের বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের চাপাপুকুর গ্রামের তাপস কুমারের মেয়ে ও কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এস আই আব্দুল মান্নান জানান, সোমবার সকালে রানীনগরের ভাণ্ডার গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তৃশা তার বাবার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বাগাতিপাড়া যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনতা তাড়া করে ঘাতক ট্রাকটিকে আটক করেছেন।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]