
ময়মনসিংহের ভালুকায় মীম আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
৪ মার্চ, সোমবার সকালে মীম আক্তারের লাশ উদ্ধার করা হয়।
মীম ভালুকা পৌরসভার ৩ নং ওয়ার্ডে মনিরুজ্জামান সেলিমের বাসায় ভাড়া থাকতেন। সে আশরাফুল আলম বাবুর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মীম তার মেয়েকে স্কুলে রেখে বাসায় চলে আসে। স্কুল ছুটির সময় হলে মীম আক্তারকে স্কুল থেকে ফোন করে। কিন্তু ফোন বন্ধ থাকায় মীমের শ্বশুর মেয়েকে স্কুল থেকে আনতে যায়। মীমের শ্বশুর তার নাতিকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে পুত্রবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ৯৯৯ থানায় ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার পুলিশ উপপরিদর্শক নুর কাশেম জানান, লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিবার্তা/সাজ্জাদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]