কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে রিফাত-সেলিম
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ২১:০০
কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে রিফাত-সেলিম
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধীভুক্ত আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৪ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ মোতাছিম বিল্লাহ রিফাত ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন।


৩ মার্চ, রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং ক্লাসরুমে সকাল নয়টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন শেষ হয় দুপুর একটায় এবং নির্বাচনের ফলাফল বিকাল দুইটায় প্রকাশ করা করা হয়।


তাছাড়া এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইয়াকুব, কোষাধ্যক্ষ পদে মো: নাবিল হোসেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসমা আক্তার স্বর্ণা এবং কার্যনির্বাহী পদে নুসরাত জাহান, জান্নাতুন নাজরানা, সামিয়ানাজ স্বীকৃতি, ইসমাইল কাজী ও নিসাত তাবাসসুম নির্বাচিত হয়েছে।


নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, 'নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। প্রার্থীরাও কোন প্রকার সংঘাত ছাড়াই নির্বাচন প্রচার প্রচারণা সুন্দরভাবে সম্পন্ন করেছে।'


নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোঃ মোতাছিম বিল্লাহ রিফাত বলেন, 'সুষ্ঠু পরিবেশে এতো সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় ভোটারদের, যাদের আন্তরিক সহযোগিতায় আজ আমি আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির ভিপি হিসেবে নির্বাচিত হয়েছি।


বিবার্তা/প্রসেনজিত/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com