
রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে গরু চুরি চক্রের ৩ সদস্য সহ চুরি যাওয়া গরু উদ্ধার করেছে পুলিশ।
২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয় বলে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের মো. আরব আলী সরদারের ছেলে মো. খাজা সরদার (৩৮), মৃত মজিবর মণ্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডল (৩৮) ও একই ইউনিয়নের ভাগবিষ্ণুপুর গ্রামের মৃত জুরান প্রামাণিক এর ছেলে মো. রেজাউল ইসলাম ওরফে কটা (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা এস আই তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ভাগবিষ্ণুপুর গ্রামের মো. রেজাউল ইসলাম ওরফে কটা’র বসত বাড়ির দোচালা টিনের গোয়ালঘর থেকে একটি চোরাই গরু উদ্ধার করে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]