
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছরের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানটি জেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.বরমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন।
এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মতিন, অ্যাথলেটিক্স প্রশিক্ষক সোহেল রানা বাবু ও সফিকুল ইসলাম প্রমুখ।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]