
বীর মুক্তিযোদ্ধা লিটিল কমরেড রফিকুল ইসলাম মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর দেড়টার দিকে নিউ ইয়র্কের ফ্লাশিং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রফিকুল ইসলাম ১৯৫২ সালের ১ এপ্রিল ঢাকাতে জন্ম গ্রহণ করেন। স্কুল জীবন থেকেই তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সচেতন কর্মী ছিলেন।
অষ্টম শ্রেণীতে পড়াকালীন সিরাজুল আলম খানের নির্দেশে 'বীর বাঙালি অস্ত্র ধর, বাংলাদেশ স্বাধীন কর' শিরোনামে লিফলেট ছাপিয়ে ফেরার পথে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান স্পেশাল ফোর্সের হাতে। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ (নূরে আলম সিদ্দিকী-শাজাহান সিরাজ) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি নিউক্লিয়াসের একজন সক্রিয় কর্মী ছিলেন।
১৯৭১-এ ফার্স্ট ব্যাচে বাংলাদেশ লিবারেশন ফোর্সের ট্রেনিং নিয়েছিলেন আসামের হাফলং-এ। ট্রেনিং শেষে তিনি কামরুল আলম খান খসরুর গ্রুপে পলিটিক্যাল কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন। তাদের অবস্থান ছিল ডেমরা এলাকায় এবং যুদ্ধক্ষেত্র ছিল ঢাকা শহর। তিনি গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক ছিলেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]