
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্ত বন্ধ থাকা ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা খুলে দেয়া হয়েছে ।
২৮ ফেব্রুয়ারি, বুধবার বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাতের ঘটনায় সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা বিবেচনায় গত ২৯ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয় সীমান্তবর্তী ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। ফলে আজ বুধবার থেকে স্কুলগুলোতে ফের ক্লাস শুরু হয়েছে বলে জানান তিনি।
বন্ধ থাকা বিদ্যালয়গুলো হচ্ছে, ঘুমধুম সীমান্ত এলাকার বাইশ পারি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম মিসকাতুল নবী দাখিল মাদ্রাসা।
উল্লেখ্য, ১৩জানুয়ারি থেকে মিয়ানমার সীমান্তের ওপারে দেশটির জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির লাগাতার গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনায় আতঙ্কিত হয়ে সীমান্তের ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরে ৬ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও এতদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রশাসন। বেশকিছু দিন ধরে আর কোন গোলাগুলির ঘটনা না ঘটায় থাকায় আজ বুধবার থেকে বিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বিবার্তা/হ্লাসিং/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]