শিরোনাম
দৌলতপুর সীমান্তে গাঁজাসহ আটক ২
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৭
দৌলতপুর সীমান্তে গাঁজাসহ আটক ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১ কেজি গাঁজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ নৌঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করা হয়।


বিজিবি সূত্র জানায়, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ন বিওপি’র নায়েব সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৪ সীমান্ত পিলার হতে ৩০০ গজ দূরে বাংলাদেশ অভ্যন্তরে মুন্সিগঞ্জ নৌঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মো. ছোটন মন্ডল (৩০) ও মোছা. তিনা খাতুন (২৭) কে ১ কেজি গাঁজা ও মাদক পাচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ আটক করে। এরা একই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফটিক মন্ডলের ছেলে ও নওশাদ মন্ডলের মেয়ে।


আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।


বিবার্তা/শরীফুল/লিমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com