
সুনামগঞ্জের মধ্যনগরে ১১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল-উপজেলার কামাউড়া গ্রামের মো. শাজাহান কবিরের ছেলে মো. মেহেদী হাসান অপু (২৫), খালিসাকান্দা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. মোবারক হোসেন (২৮) ও নেওয়াজ আলীর ছেলে রফিক (৪২)।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি ২টি ব্যাগে মাদক দ্রব্য গাঁজা বহন করে কামাউড়া গুদারাঘাট থেকে ভাড়ায় মটরসাইকেলে করে কলমাকান্দা এলাকায় নিয়ে যাওয়ার সময় মোটর চালকের সন্দেহ হলে দুই যুবককে সংবাদ দেয়। সংবাদ পেয়ে খালিসাকান্দা কাঁচা রাস্তার উপর তারা লোকটিকে আটক করে। দুইটি ব্যাগে থাকা মোট ১১ (এগারো) টি প্যাকেট, প্রতি প্যাকেটে ১ কেজি করে মোট ১১ কেজি গাঁজা তাদের হেফাজতে নেয়। তখন কৌশলে অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। ১১ কেজি গাঁজা থানায় জমা দেয়ার কথা বলে বিক্রির উদ্দেশ্যে মো. মেহেদী হাসান অপু ৩ কেজি গাঁজা নিজ ঘরের টিনের চালের উপর ও মোবারক হোসেন রফিকের সহায়তায় খাটের নিচে লুকিয়ে রেখে অবশিষ্ট ৭ কেজি গাঁজা থানায় নিয়ে আসে।
পরে পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, বিক্রি উদ্দেশ্যে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখার দায়ে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, আজ উল্লিখিত ৩জন সহ অজ্ঞাতনামা ১ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালত প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]