২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৭
২১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানিকগঞ্জে গার্মেন্টসকর্মী গণধর্ষণ মামলায় দীর্ঘ ২১ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. আবুল মিয়া ওরফে রাজিব (৪৫)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর মিডিয়া বিভাগ।


র্যাব-৪ জানায়, ২০০৩ সালের ২৭ মে রাতে গ্রেফতারকৃত রাজিব আরও ৩ জনকে নিয়ে ভুক্তভোগীর পথ রোধ করেন ও তার মুখ ও গলা চেপে ধরে জোরপূর্বক অপহরণ করেন। এরপর তাকে ধল্লা ইউনিয়নস্থ বাঁশ বাগানের ভেতরে নিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন তারা। এ ঘটনায় কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে ভুক্তভোগী কোনো উপায় না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজনকে আসতে দেখে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মনাম রাজীব ব্যবহার করে আত্নগোপনে থেকে কখনও দিনমজুর ও সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com