
বগুড়ার নন্দীগ্রামে সরিষার ক্ষেত থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি এলাকার একটি সরিষার ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠের সরিষার ক্ষেতে স্থানীয় কৃষকরা সরিষা তুলতে যায়। এসময় তারা সরিষার ক্ষেতে অজ্ঞাত এক কিশোরের লাশ দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করে। তারা ধারণা করছে, চার-পাঁচদিন আগে তাঁকে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলার সিংজানি গোয়ালিয়া মাঠের সরিষার ক্ষেতে থেকে অর্ধগলিত একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]