রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী মিনহাজ মণ্ডল (৬০) নিহত হয়েছে। তার বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে।
২৬ ফেব্রুয়ারি, সোমবার দুপুর একটার দিকে পুঠিয়ার কৃষ্ণপুরে কলেজের সামনে সাইকেল আরোহী মিনহাজ মণ্ডলকে নাটোর থেকে রাজশাহীগামী একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক জানান, দুপুর একটার দিকে তারাপুরের দিক থেকে সাইকেল যোগে পুঠিয়ার দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে সেখানে মিনহাজ মণ্ডলের মৃত হয়।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম জানান, একটি বাসের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছে। লাশটি উদ্ধার করা হয়েছে। পলাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
বিবার্তা/সোহানুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]