
নরসিংদীর রায়পুরায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে মহেষপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মান্নান মাস্টারের বাড়ির সামনে নীলকুঠি-আলগী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র দাস।
নিহত মোটরসাইকেল চালকের নাম মো. মাহবুব মিয়া (২২)। তিনি মানিকনগর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ইব্রাহিম (১৮) আহত হয়েছেন। তাকে কিশোরগঞ্জের বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আলগী থেকে মোটরসাইকেলে চেপে ২ তরুণ বাড়ি ফিরছিলেন। তারা মানিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে ট্রাক্টরের সামনের চাকার চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে মো. মাহবুব মিয়ার মৃত্যু হয়।
রায়পুরা থানার এসআই নিতাই চন্দ্র দাস বলেন, এ বিষয়টি সকালে জানতে পারি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]