লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণের উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২২
লোহাগড়ায় জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণের উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা গ্রামে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন জাপানের রাষ্ট্রদূত আইওমা কিমিনরি।


উদ্বোধন কালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্বের সম্পর্ক। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পর্ক আরো গভীর হবে বলে আমি আশাবাদী। এখানে শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এখানে জাপনি ও ইংরেজি ভাষা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে উপযুক্ত শিক্ষার্থীদের জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবে।


২৫ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে তিনি লোহাগড়া উপজেলার দাসেরডাঙ্গা গ্রামে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।


জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী রিউসুকে হনজু, নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, স্থাপত্য প্রকৌশলী ফাহমিদা সুলতানাসহ প্রমুখ।


মতবিনিময় শেষে জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে ।


উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ার দাসেরডাঙ্গা গ্রামে ১ একর ১১ শতক জায়গার ওপর ১২ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট জাপান-বাংলাদেশ গ্লোবাল নার্সিং কলেজ নির্মাণ করা হবে। আগামী ২০২৫ সালে চার বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম শুরু হবে। জাপানের বিশিষ্ট ব্যাবসায়ী রিউসুকে হনজুর অর্থায়নে নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাপান-বাংলাদেশ গ্লোবাল নাসিং কলেজের প্রতিষ্ঠাতা, জাপানের টোকিও ইউনিভার্সিটির বাংলাদেশের পরিচালক ড. সৈয়দ ইমদাদুল হক।


বিবার্তা/শরিফুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com