‘মাদককে না বলি’ এই স্লোগানে কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম ও দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর অফিসার্স ক্লাব চত্বরের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজক দৌলতপুর অফিসার ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলায় বিভিন্ন জেলার ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্টের প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]