চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩
চরফ্যাশনে ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতীক নিয়ে প্রচারে প্রার্থীরা
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তফশিল অনুযায়ী ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রতীক বরাদ্দ’র পর আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু হয়েছে।


এদিন চরফ্যাশন উপজেলা পরিষদের হল রুমে ১০ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।


চেয়ারম্যান পদে- আবুল কালাম পেয়েছেন চশমা প্রতীক, মো. নিজাম উদ্দিন রাসেল পেয়েছেন টেবিল ফ্যান প্রতীক, ফরিদ উদ্দিন পেয়েছেন রজনিগন্ধা প্রতীক, মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ঘোড়া প্রতীক, শাহিন পেয়েছেন টেলিফোন প্রতীক, আ. মন্নান পেয়েছেন অটোরিক্সা প্রতীক, মো. তুহিন পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, সামছুন নাহার পেয়েছেন ঢোল প্রতীক, মো. সাইদুল ইসলাম পেয়েছেন দুটি পাতা প্রতীক ও মো. রুহুল আমিন পেয়েছেন আনারস প্রতীক।


এ সময় চেয়ারম্যান প্রার্থীদের সাথে আসা কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। প্রতীক পেয়ে দুটি পাতা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুল ইসলাম কর্মী সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন।


এছাড়া অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা প্রতীক পেয়ে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। দুপুরের পর থেকে শুরু হয়েছে মাইকিংও।


চর মানিকা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৫৫১ জন। এর মধ্যে ১৩ হাজার ৯৯৮ পুরুষ, ১২ হাজার ৫৫২ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।


তারা আগামী ৯ মার্চ শনিবার ব্যালটে ১২ কেন্দ্রে ভোট প্রদান করবেন। চেয়ারম্যান পদে ১১ প্রার্থী যাচাই-বাছাইয়ে টেকে। ১ জন প্রার্থী প্রত্যাহার করায় বর্তমানে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


উল্লেখ্য, ৯নং চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শফিউল্লা হাওলাদার গত ১৭ নভেম্বর মৃত্যু বরণ করায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।


বিবার্তা/শাহীন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com