শিরোনাম
মানবাধিকার সংগঠক বিনয় মল্লিকের ছেলের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ২০:৪১
মানবাধিকার সংগঠক বিনয় মল্লিকের ছেলের বিরুদ্ধে চার্জশিট
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর শহরের ট্রাফিক অফিসের সামনে নাশকতা ও বিস্ফোরক মামলায় মানবাধিকার সংগঠন রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের ছেলেসহ ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।


মামলার তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আকতার।


অভিযুক্ত অন্য আসামিরা হলেন- শহরের গাড়িখানা রোড়ের হারুন-অর-রশীদের ছেলে সনি, সেলিম রেজার ছেলে সম্রাট, নুরুল ইসলামের ছেলে যোবায়ের ইসলাম রাহাত, বাবর আলীর ছেলে মাসুম, মহসিনের ছেলে মাসুদ, শংকরপুরের শফিকুল ইসলামের ছেলে সোহেল, ঘোপ সেন্ট্রাল রোড়ের আবু বক্কারের ছেলে আসাদুজ্জামান শিবলু ও বিরামপুরের জগন্নাথ চৌধুরীর দুই ছেলে গোপী নাথ এবং বিশ্বজিৎ চৌধুরী।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি রাতে শহরের দড়াটানার ট্রাফিক অফিস ও বৈদ্যুতিক ট্রান্সফর্মারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমার শব্দে ট্রাফিক অফিসে থাকা সার্জেন্ট জহুরুল হক দ্রুত বের হয়ে বোমা হামলাকারীদের পালিয়ে যেতে দেখেন।


এ ব্যাপারে তিনি কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে সাত জনের নাম উল্লেখসহ অপরিচিত ৭/৮ জনকে আসামি করে মামলা করেন।


এ মামলার তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত করে নাশকতা ও বিস্ফোকর আইনে আলাদা চার্জশিট জমা দিয়েছেন। চার্জশিটে অভিযুক্ত সবুজ মল্লিক বাদে সব আসামিকে পলাতক দেখানো হয়েছে।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com