
অফিসার্স ক্লাব নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-রমনা বিভাগের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত কিছু সড়কে পার্কিং না করতে এবং পার্কিংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় গুলশান, তেজগাঁও ও আশপাশের এলাকা থেকে অমর একুশে বইমেলায় অথবা শাহবাগ, সেগুনবাগিচা, সচিবালয়ের দিকে যারা আসবেন তাদের অফিসার্স ক্লাব এলাকা এড়িয়ে মগবাজার–মৌচাক-শান্তিনগর–রাজমনি- মৎস্যভবন রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
নো-পার্কিং এলাকা
১. অফিসার্স ক্লাব ক্রসিং হতে সুগন্ধা ক্রসিং হয়ে পুলিশ ভবন ক্রসিং পর্যন্ত।
২. অফিসার্স ক্লাব ক্রসিং হতে মিন্টো রোড ক্রসিং পর্যন্ত।
ড্রপিং পয়েন্ট
অফিসার্স ক্লাব প্রবেশ গেইট।
গাড়ি পার্কিং
বেইলি স্কয়ার মাঠ (শুধুমাত্র সচিব/অব. সচিব মহোদয়গণের যানবাহন)। অরুনোদয় গেইট হতে কাকরাইল মসজিদ ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম পার্শ্বে একলেনে। মিন্টো রোড রাস্তার উভয় পার্শ্বে একলেনে। পুরাতন রমনা থানা ক্রসিং হতে সবজিবাগান এলাকায় একলেনে। নিউ ইস্কাটন রোড (হলি ফ্যামিলি হাসপাতালের সামনে) রাস্তার উভয় পার্শ্বে একলেনে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]