সাঁথিয়ায় বিএনপির হামলায় আওয়ামী লীগের ৮ কর্মী আহত
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০
সাঁথিয়ায় বিএনপির হামলায় আওয়ামী লীগের ৮ কর্মী আহত
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনার সাঁথিয়ায় বিএনপির হামলায় আওয়ামী লীগের ৮ কর্মী আহত হয়েছে।


২৩ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুর ৩টা সময় পাবনার সাঁথিয়ায় বেড়া-সাথিয়া সিএনবি রোড সংলগ্ন বাজারে এই হামলার ঘটনা ঘটে।


আহতরা হলেন-সাঁথিয়া উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক-সাঈদ সরদার (৪৫), সাং- করমজা সরদারপাড়া, সাঁথিয়া, পাবনা। বেড়া পৌরসভার প্যানেল মেয়র- রাইসুল ইসলাম তারেক। বেড়া পৌরসভার কাউন্সিলর- কিরণ হোসেন। বেড়া পৌর আওয়ামী লীগের কর্মী- কামাল হোসেন। নওসাদ আলম টুকু, আওয়ামী লীগ কর্মী। সাং- করমজা, সাঁথিয়া, পাবনা। বাদশাহ হোসেন, আওয়ামী লীগ কর্মী। সাং- করমজা, সাথিয়া, পাবনা। আবু জাফর সরদার, আওয়ামী লীগ কর্মী। সাং- করমজা সরদারপাড়া, সাঁথিয়া পাবনা।


জানা যায়, জুমার নামাজ শেষে বেড়া ও সাথিয়ার সিএনবি মোড় সংলগ্ন বসবাসকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সিএনবি বাজারের চা স্টলে বসে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছিল। আলোচনা শেষে নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিতে দিতে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তাদেরকে লক্ষ্য করে বিএনপি নেতা করমজা সরদার পাড়ার ইদ্রিস সর্দার ও করমজা মল্লিক পাড়ার কালু মল্লিকের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ইটপাটকেল নিক্ষেপ করে এবং করমজা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আরিফুল ইসলামের মোটরসাইকেল ভাঙচুর করে।


পরবর্তীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির লোকজনদেরকে পাল্টা ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ধারণা করা হয় সিএনবি বাজার ও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনবি মোড়ে উত্তেজনা বিরাজ করছিল।


পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। আহতরা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com