
কুষ্টিয়ার দৌলতপুরে শিশুদের ঝগড়া বিবাদ নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন অভিভাবকরা। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরাফাত হোসেন (৫৫) নামে একজন অভিভাবক। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে মন্ডল ও দফাদার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় সাধারণ মানুষে মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই দীপঙ্কর দাস বলেন, বাহিরমাদী গ্রামে পরিবারের শিশুদের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের অভিভাবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার ৪ জন এজাহার নামীয় আসামি সাজিদ হাসান জাপান (৩৫), রনি হোসেন (২৪), ছিদ্দিক মন্ডল (৪৫) ও পাঞ্জু দফাদার (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরিত বোমার আলামত ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]