
আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা পৌর নির্বাচনে রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী সকল প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন।
মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা, আমতলী পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান খাঁন (হ্যাঙ্গার), বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান (মোবাইল ফোন), জিল্লুর রহমান রুবেল মোক্তার (নারিকেল গাছ), নুসরাত জাহান লিমু (বরশি), জহিরুল ইসলাম খোকন মৃধা (ক্যারাম বোর্ড), ইফতেকার হাসান (চামচ), আব্দুল্লাহ আল মামুন (কম্পিউটার), আবুল কালাম আজাদ (জগ) ও কামাল হোসেন (ইস্ত্রি) প্রতীক পেয়েছেন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটানিং অফিসার আব্দুল হাই আল হাদী গণমাধ্যমকে বলেন, সঠিক প্রক্রিয়ায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]