
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
২৩ ফেব্রুয়ারি, সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, ভবানীপুর এলাকায় দীর্ঘদিন ধরে ফকির চাঁনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী বুদ্ধ চাঁনের সাথে। পরে সকালে ফকির চাঁন, তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে জুলহাস হোসেন জমিতে কাজ করতে যায়। এসময় খবর পেয়ে বৃদ্ধ চাঁন ও তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে জমিতে গিয়ে ফকির চাঁন, তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে জুলহাসকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে কিছু বুঝে উঠার আগে। পরে এলাকাবাসীরা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনার পর থেকে বৃদ্ধ চাঁন পলাতক রয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি আকবর আলী জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]