শিরোনাম
হাতীবান্ধা সীমান্তে ভারতীয় ময়ূর উদ্ধার
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৯:২৬
হাতীবান্ধা সীমান্তে ভারতীয় ময়ূর উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতীয় সীমান্ত লাগোয়া ভুট্টা ক্ষেত থেকে একটি ময়ূর উদ্ধার করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বেজগ্রামে ময়ূরটি উদ্ধার করা হয়।


এলাকাবাসী জানায়, সীমান্তের ওপার থেকে উড়ে আসা একটি বিশাল আকৃতির ময়ূরটি ভুট্টা ক্ষেতে উড়ে এসে পড়ে। হঠাৎ ময়ূরটি দেখতে পায় স্থানীয় জিতেন্দ্র নাথ রায় (৩০)। পরে আশপাশে থাকা লোকজনসহ ওই ময়ূরটিকে ধরে ফেলেন তিনি।


প্রায় আড়াই কেজি ওজনের ওই ময়ূরটি প্রথমে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদে এবং পরবর্তীতে হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ময়ূরটি দেখতে হাতীবান্ধা উপজেলা কার্যালয়ে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।



টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি বলেন, ময়ূরটি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।


হাতীবান্ধার নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির বলেন, ময়ূরটি উদ্ধারের পর তা হস্তান্তরের জন্য বন বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা এসে ময়ূরটি নিয়ে যাবেন বলে জানান তিনি।


বিবার্তা/জিন্না/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com