ফেনীতে ৮ হাজার ৭০০ পিস ইয়াবাসহ সাগর হোসেন মুন্না নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় স্টপেজ করা যাত্রীবাহী সিডিএম পরিবহনে তল্লাশি করে মো. সাগর হোসেন মুন্নাকে আটক করা হয়। সে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মো. ইলিয়াছের ছেলে। তার দেহ তল্লাশি করে একটি ট্রাভেল ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক জানান, গোপন সংবাদে ইয়াবা পাচারের খবর পেয়ে ভোর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকটি টিম ভাগ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল, মহিপালসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এসময় লালপোল বাসস্ট্যান্ডের কাছে চট্টগ্রাম থেকে থেকে ঢাকামুখী সিডিএম পরিবহনের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ ও ব্যাগ তল্লাশি করে বিপুর পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে সাগর হোসেন মুন্নার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মনির/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]