
ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলস্বন করায় ১৭ পরীক্ষার্থী ও অসদুপায় অবলস্বনে সহযোগিতা করায় ১ শিক্ষককে বহিষ্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৯ জন ও আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৭ জন পরীক্ষার্থী ও ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়।
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার এসএসসি’র ইংরেজি ২য় পত্র ও দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩টি কেন্দ্রের মোট ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অসদুপায় অবলস্বনে সহযোগিতা করায় আবুবকরপুর আমিনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বিবার্তা/শাহীন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]