
ফেনীতে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনে ২ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ছাগলনাইয়া উপজেলার পাঠান নগরে মুজাহিদুল ইসলাম (১৬) ও রাতে সোনাগাজীর আমিরাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন চৌধুরীর (১৫) মৃত্যু হয়।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর গ্রামের তাকিয়া বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক ছাত্র মুজাহিদুল ইসলাম ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য অযু করতে ওয়াশ রুমে প্রবেশ করে। ওয়াশরুমে পানি নেই দেখে সে সেখানে পানির মোটরের সুইচ চালু করে। অযু শেষে ওয়াশ রুম থেকে বের হওয়ার সময় ওয়াশরুমের স্টিলের দরজায় হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াশরুমের ভেতর ছিটকে পড়ে। বিষয়টি জানাজানির পর মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুজাহিদ পাঠান নগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের ফয়েজ মিয়ার বাড়ির আবদুল্লাহ আল মামুনের ছেলে ও পাঠান নগর গ্রামের তাকিয়া বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক ছাত্র ছিল। নিহত মুজাহিদুল ইসলামে বাবা আবদুল্লাহ আল মামুনও ওই মাদ্রাসায় চাকরি করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে সোনাগাজী থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সাইমুন পোল্ট্রি খামারে ভেজা শরীরে বৈদ্যুতিক সুইচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায় শাহাদাত হোসেন চৌধুরী (১৫) নামে এক ছাত্র। তিনি ওই এলাকার মধ্যম আহম্মদপুর গ্রামের কালু মিয়া চৌধুরী বাড়ির মৃত নূরুল আমিন চৌধুরীর ছেলে। শহীদ মানু মিয়ার বাজার হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]