
যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীতে মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে শহিদদের স্মরণে মোসলেহউদ্দিন ভুইয়া স্টেডিয়াম সংলগ্ন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম ও
জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। পরে ভাষা শহিদদের প্রতি সম্মান প্রদর্শন করে প্রদীপ প্রজ্বলন করা হয়।
পরে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি ও বেসরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নরসিংদী জেলার সর্বস্তরের জনসাধারণ। অপরদিকে নরসিংদী সরকারি কলেজ ও সাটির পাড়া পৌর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,
রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিক্ষা চত্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পৌর পার্কে ৯ দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে।
বিবার্তা/কামাল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]