
ইন্দুরকানীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ।
২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার দিনগত রাত ১২.১ মিনিটে সময় পিরোজপুর-১ আসনের এমপির প্রতিনিধি দল, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি জেপি, ইন্দুরকানী থানা, প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, যুবলীগ, ছাত্রলীগ, কলেজ, হাসপাতাল সহ রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ও বিভিন্ন অফিসের কর্মকর্তারা ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড.এম মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলাদার, উপজেলা আ. লীগের সিনিয়র সহসভাপতি মাহমুদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শিকদার, সমাজ সেবা অফিসার মশিদুল হক, উপজেলা আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল নেওয়াজ প্রমুখ ।
পরে ভাষা আন্দোলন ও শহিদ মিনার চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মডেল মসজিদ প্রাঙ্গণে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এদিকে উপজেলা বিএনপি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
বিবার্তা/শামীম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]