
সাভারে ভাষার মাসে দশ দিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারের উদ্যোগে এ বই মেলা উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।
বই মেলায় বিভিন্ন লেখকের বই নিয়ে অনেক স্টল বসানো হয়েছে। এছাড়া নতুন প্রজন্মকে জানাতে সেখানে বইমেলার পাশাপাশি বঙ্গবন্ধু কর্নার ও গ্রামীণ সাংস্কৃতিক তুলে ধরার লক্ষ্যে মেলা বসানো হয়েছে।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]