ব্রাহ্মণবাড়িয়ায় সানসাইন এডুকেশন হোম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে শহরের পাইকপাড়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা।
সানসাইন স্কুলের পরিচালক নজরুল ইসলাম শাহজাদার সভাপতিত্বে ও জুয়েল রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান , মাছরাঙা টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এ শ্লোগানকে সামনে রেখে আমাদের শিশুদের নিয়ে এগিয়ে যেতে হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। বাগান সুন্দর ফুলে শিশুরা সুন্দর স্কুলে। শিশুরা দেশ ও জাতীর ভবিষ্যৎ। শিক্ষার পাশাপাশি সফলভাবে গড়ে উঠতে না পারলে শিশুরা তাহলে আমরা উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে পারবো না। পরে বিজয়ী শিশুসহ সব শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]