ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ব্যস্ততম সড়ক কোর্ট রোড, মসজিদ রোড, ফরিদুল হুদা রোডসহ অধিকাংশ রোডের পাশে গড়ে উঠা বহুতল ভবনে নেই কার পার্কিং সুবিধা। ফলে রাস্তা এবং ফুটপাতের ওপর মোটরসাইকেল, প্রাইভেটকার ও যানবাহন পার্কিং করা হচ্ছে। এতে করে শহরে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে পাশাপাশি পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। অনেক সময় ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায় অনেক ভবনে নেই পার্কিং ব্যবস্থা, আবার অনেক ভবনে পার্কিং এর জায়গা থাকলেও সেসব স্থানে দোকান, রেস্টুরেন্ট ও গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। প্রায় সবগুলো বাণিজ্যিক ভবনের সামনে রাস্তার ওপর সারিসারি মোটরসাইকেল, বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা হয়েছে।
এমন অবস্থায় পৌরসভা ও জেলা প্রশাসন কর্তৃক মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও রাস্তা এবং ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হকারদের উচ্ছেদ ও অবৈধ পার্কিংকারীকে জরিমানা করা হয়, কিন্তু গাড়ি পার্কিং এর সুবিধা না রাখা ভবন মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এ ব্যাপারে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
জালাল আহমেদ ভূইয়া নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগে আমি মসজিদ রোডে একটি ব্যাংকে কাজে আসি। ওই ভবনে পার্কিং সুবিধা না থাকায় রাস্তার পাশে আমার মোটরসাইকেলটি রেখে আসি। কিছুক্ষণ পর ভ্রাম্যমাণ আদালত এসে আমাকে একহাজার টাকা জরিমানা করলেও ভবন মালিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, এখন থেকে পার্কিং সুবিধা ছাড়া কোনো ভবনের অনুমোদন আমরা দিচ্ছি না, আর যেসমস্ত ভবনে পার্কিং এর জায়গায় নকশা বহির্ভূতভাবে দোকান নির্মাণ করা হয়েছে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, এব্যপারে অভিযান পরিচালিত হওয়া উচিত। পৌরসভা চাইলে আমরা সহযোগিতা করবো।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]