কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি রক্ষায় গ্রন্থমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৪
কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি রক্ষায় গ্রন্থমেলা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী অদ্বৈত গ্রন্থমেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় কালজয়ী এই ঔপন্যাসিকের জন্মভিটা গোকর্ণঘাটে মেলার উদ্বোধন করা হবে।


প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন।


১৯ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র।


এ সময় মেলার সার্বিক বিষয় তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও গ্রন্থমেলার আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস।


উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।


প্রসঙ্গত, বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি ‘তিতাস একটি নদীর নাম’ এর রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ।


বিবার্তা/আকঞ্জি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com