
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল শেখ (১৭) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা পৌর সদরের পূর্ব হাসামদিয়া মহল্লায় একটি নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় টাইলসের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু ঘটে।
নিহত রাশেদুল শেখ ফরিদপুর জেলা সদরের কোতোয়ালি থানার কবিরপুর চর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল রবিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার বাচ্চু মুন্সির বাড়ির দ্বিতীয় তলায় টাইলসের কাজ করছিলেন।
ভবনের পেছনের দিকে কাজ করার সময় বিদ্যুতের মেইন লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা থানার ওসি মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। নিহতের পক্ষে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]