
শেরপুরের ঝিনাইগাতীর তেঁতুলতলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহত চালক বিল্লাল হোসেন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন ওই চালকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল।
বিল্লাল হোসেন ঝিনাইগাতীর শালদার মাইদুল ইসলামের ছেলে।
জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে পানভর্তি একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নামের এক কাঠ ব্যবসায়ী মারা যান। এ সময় অটোরিকশার চালক বিল্লাল হোসেনসহ দুইজনকে আহতাবস্থায় শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতেই আবুল হাশেম মারা যান।
ওসি বছির আহমেদ বাদল রাতে বলেন, অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]