শিরোনাম
ফুলবাড়ীতে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৫:৪৩
ফুলবাড়ীতে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
ফুলবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরে ফুলবাড়ী পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।


র‌্যালি শেষে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসের পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মর্তুজা সরকার মানিক। অন্যদের মধ্যে গ্রাম বিকাশের উপজেলা ম্যানেজার শাহ মো. সাদিয়ার রহমান, সিডিএফের মো. তাজিছুর রহমান (সুমন) মো. সানজয় আলী, মো. মিজানুর রহমান, গোলরিয়া মূর্মু, শাহনাজ পারভীন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান উজ্জল, থানা প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক মো. আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটির আয়োজনে ছিল দলিত ও আদিবাসী সমাজ, সহয়োগিতায় গ্রাম বিকাশকেন্দ্র আলো প্রকল্প। অর্থায়নে ছিল হেকস ইপার সুইজারল্যান্ড। এতে অংশ নেয় পৌরসভার সুজাপুর দলিত কমিউনিটির জনগোষ্ঠী, এলুয়াড়ী, শিবনগর, আলাদীপুর ইউপির দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর দুই শতাধিক পুরুষ ও মহিলা।


বিবার্তা/মেহেদি/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com